সম্পূর্ন  ব্লগ পড়লে বুঝতে পারবেন Chat GPT কী? কিভাবে এটি কাজ করে? চলুন শুরু করি: 

চ্যাট জিপি টি কি ? এটি কিভাবে এটি কাজ করে? এটার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আমরা এই ব্লগে জানবো । বর্তমান সময়ে যেটি একটি আলোচিত টেকনোলজির নাম আপনারা ইতিপূর্বে এই শব্দটির সাথে হয়তো পরিচিত হয়েছেন অথবা কোথাও কোন সোশ্যাল মিডিয়ায় অথবা ওয়েবসাইটে দেখেছেন যে Chat GPT যেখানে আলোচনা করা হচ্ছে । Chat GPT মূলত এমন একটি প্ল্যাটফর্ম যেটি কিনা গুগলের তথ্য ভাণ্ডার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনার প্রশ্নের উত্তর দেয়।

Chat GPT এর মাধ্যমে একজন ইউজার সেই চ্যাটবট কে জিজ্ঞেস করবে আমার এই প্রশ্নটির উত্তর কি তখন চ্যাট বটটি তার গুগলের ডাটা থেকে এনালাইসিস করে উত্তরটা দেবে । Chat GPT একটি ওপেন প্লাটফর্ম যার মাধ্যমে একজন ইউজার সে যে কোন প্রশ্নের উত্তর সেই অপেন এ আই সিস্টেম Chat GPT থেকে পাবে।

ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েবসাইট টেক্সটবুক উইকিপিডিয়া টেক্সটবুক সহ 570 GB ডাটা এই চ্যাট বট এর রয়েছে ।

GPT এর ফুল মিনিং Generative Pretrained Transformer |

এই Chat GPT তৈরি করেছে অপেন এআই নামে একটি কোম্পানি । গত বছর নভেম্বরে 2022 সালে এই চ্যাট বটটি লঞ্চ করা হয় লঞ্চ করার সাথে সাথে টেকনোলজি সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদের মধ্যে ব্যাপক সারা ফেলে এই চ্যাটবটটি এবং আজকে আমি যে ব্লগ লিখছি সেই সময় থেকে নিয়ে গত বছরের নভেম্বর এই অল্প সময়ের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে । এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে একজন গুগল ব্যবহারকারী যখন সে গুগলে গিয়ে বিভিন্ন প্রশ্ন খোঁজার জন্য তার কিবোর্ডে টাইপ করে এবং সে প্রশ্নের প্রেক্ষিতে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক তার সামনে আসে অতঃপর সে ব্যক্তি এসব ওয়েবসাইটে গিয়ে তার কাঙ্ক্ষিত উত্তরটি জানার চেষ্টা করে এতে করে ইউজারের অনেক সময় ব্যয় হয় । Chat GPT এমন একটি AI প্লাটফর্ম যে কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আপনার প্রশ্নকে তৎক্ষণাৎ গুগলের ডাটা এনালাইসিস করে সঠিক সুন্দরভাবে আপনার সামনে টেক্সট আকারে উপস্থাপন করবে
এখন কথা হল যে এই চ্যাটবটটি ডে বাই ডে কিন্তু আরও ডেভলপ করছে । অনেকে বলছে যে এই Chat GPT প্রোগ্রামারদের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করতে পারে কিন্তু না এটি প্রোগ্রামারদের রিপ্লেস করতে পারবেন কারণ এই Chat GPT তৈরি করতে প্রোগ্রামারদের প্রয়োজন হয়েছে এবং এই চ্যাটবট থেকে আপনি যে আপনার প্রশ্নের সঠিক উত্তর পাবেন এটা 100% গ্যারান্টি নেই কারণ এই চ্যাটবটটি শুধুমাত্র গুগলের ডাটা উপর নির্ভরশীল গুগলে যদি আপনার প্রশ্নের উত্তর থাকে তাহলে সে প্রশ্নের উত্তর আপনি পাবেন এছাড়া এই চ্যাটবটটি আপনার প্রশ্নের উত্তর প্রদান করতে অক্ষম ।

ChatGPT এর সুবিধা :
আপনি অল্প সময়ে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।

ChatGPT এর অসুবিধা :

এটি শুধুমাত্র গুগলের ডাটার উপরই নির্ভরশীল এবং আরেকটি বিষয় লক্ষণীয় বিষয় যে ঘঠে যাওয়া সাম্প্রতিক বিষয়গুলো এই চ্যাটবট কে জিজ্ঞাসা করা হলে সেই তার উত্তর দিতে পারে না এটি তার সীমাবদ্ধতা ।
এর আরেকটি সীমাবদ্ধতা হচ্ছে এটি শুধুমাত্র টেক্সট আকারে আপনাকে উত্তর দিবে এটাতে কোন আপনি ইমেজ অথবা ভিডিও পাবেন না ।

ChatGPT কে আমি প্রশ্ন করেছিলাম তুমি কি আমার প্রোগ্রামিং কোড লিখে দিতে পারবে?

এই প্রশ্নের উত্তরে যেটি আমাকে বলেছে, “না” আমি কোডিং লিখতে অক্ষম তবে তোমার কোডিং এ যেসব এরর তুমি দেখতে পাবে সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারো আমি তোমাকে সমাধান দিতে পারব এবং সাজেস্ট করতে পারব ।

Chat GPT কী কিভাবে এটি কাজ করে
Chat GPT কী কিভাবে এটি কাজ করে