বাংলা ওয়ার্ডপ্রেস ব্লগ থিম (Bangla Blog Theme WordPress):

আজকে আমি আলোচনা করব একটি থিম নিয়ে যে থিমটি দিয়ে যেকোনো ব্লগার তার ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবে আর সবচেয়ে বড় কথা এই থিমে অনেক বৈশিষ্ট্য আছে যেটা কিনা অন্যান্য থিমে নেই । স্পেশালি তৈরি করা হয়েছে বাংলাদেশি ব্লগারদের জন্য । এখন এই টেকনোলজির যুগে দেখা যায় যে অনেক ব্লগার তারা বিভিন্ন ডিজিটাল সার্ভিস সেল করে । আমি একজন ডেভেলপার হিসেবে যখন বাংলাদেশীদের নিয়ে কাজ করতে যাই তখন তারা যেসব রিকোয়ারমেন্ট আমাকে দেন সেসব রিকোয়ারমেন্ট মাথায় রেখে এই ব্লগটা ডেভলপ করা হয়েছে । আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ব্লগাররা টেকনোলজিতে অত্যন্ত দক্ষ এবং তারা নিত্যনতুন বিভিন্ন টেকনোলজি আয়ত্ত করছে যার ফলে তারা ব্লগ লেখার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল সার্ভিস তাদের ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে চায়। আপনারা এই ব্লগে যে থাম্বনেল দেখছেন সেটিমূলত একটি বাংলাদেশি ব্লগার ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করা ব্লগ । আমি এটি তৈরী করেছিলাম ২০১৯ সালে ।  এই থিমটি ডেভলপ করা হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে । আমি যখন এই থিমটি ডেভলপ করি তখন আমি মাথায় রেখেছি যে একজন ইউজার যখন এই থিমটি দিয়ে তার ওয়েবসাইট তৈরি করতে যাবে তার যেন পরবর্তীতে ডেভেলপারের সাহায্যের প্রয়োজন না হয়, সে যেন নিজে নিজেই তার ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট পরিবর্তন করতে পারে । এই ওয়েবসাইটের Back-End এ সুন্দর অপশন প্যানেল ব্যবহার করা হয়েছে । একজন কোড না জানা ব্যক্তি ইজিলি অপশন প্যানেলের মাধ্যমে তার ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট পরিবর্তন পরিমার্জন এবং সংশোধন করতে পারবেন।

আমাদের দেশে অনেক ডেভলপার আছে যারা কিনা প্রতিনিয়ত থিম ডেভেলপ করে কিন্তু দেখা যায় তাদের থিম ডেভলপ করার কোয়ালিটি অত্যন্ত নিম্ন । যেহেতু ঐসব থিম নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা পূর্বে রয়েছে তাই আমি এই থিমটি ডেভলপ করার সময় এই জিনিসগুলো মাথায় রেখেছি যে, তারা যে জিনিসগুলো মিসটেক করেছে তাদের থিমে সেটি যেন আমার থিমে না হয় । তাই আমার এই থিমটি 100% এস ই ও ফ্রেন্ডলি এটি দিয়ে একজন ব্লগার ইজিলি তার ব্লগে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিতে পারবে এবং এটি দিয়ে পূর্ববর্তী আমার যে ক্লায়েন্ট রয়েছে সে ইতিপূর্বে তার ব্লগে গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পেয়েছে । আমার এই ডেভলপ কৃত থিমটি 100% রেস্পন্সিভ তাই এই থিমটি ডেক্সটপ,কম্পিউটার ল্যাপটপ এবং ফোনে সুন্দরভাবে দেখা যায়।

আমার এই থিমটি যখন তৈরি করেছি তখন আমি নিজে হাতে এটুজেড ডিজাইন থেকে শুরু করে ডেভলপ সমস্ত কিছু আমি নিজেই করেছি । তাই বাজারে পাওয়া বিভিন্ন GPL ওয়ার্ডপ্রেস থিম,  NULL ওয়ার্ডপ্রেস থিম, Crack ওয়ার্ডপ্রেস থিম এর মত ভাইরাস যুক্ত না সম্পূর্ণ ফ্রেশ একটি থিম |

তাই আমি মনে করি একজন ব্লগার হিসেবে এই থিমটি দিয়ে তার ব্লগ ওয়েবসাইট তৈরি করলে সে ব্লগের ইনকামের পাশাপাশি তার বিভিন্ন সার্ভিস সে সরাসরি তার ভিজিটরের কাছে বিক্রি করতে পারবে এতে করে সে উভয় দিক থেকে ইনকাম জেনারেট করতে পারবে ।

এবার আমরা আসি এই থিমে কি কি ফিচার রয়েছে:

১. সুন্দর একটি লেআউট

২. অত্যন্ত সুন্দর দুইটি ব্লগ লেআউট, যা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন, না চাইলে হাইড করে রাখতে পারবেন।

৩. সার্ভিস সেল করার জন্য সার্ভিস লে আউট

৪. কাস্টম পেমেন্ট অপশন

৫. আনলিমিটেড কালার

৬. সুন্দর একটি সাইড মেনু

৭. সুন্দর একটি ফুটার

৮. বিশ্বের যেকোনো ভাষায় সাইটকে ট্রান্সলেট সিস্টেম

৯. সোশ্যাল মিডিয়া

১০. আনলিমিটেড আইকন

১১. আনলিমিটেড কালার

১২. জেসন ফাইল ব্যাকআপ

১৩. সেকশন কন্ট্রোল সিস্টেম 

১৪. থিম কাস্টমাইজেশন করার জন্য  পূর্ণাঙ্গ একটি ভিডিও টিউটোরিয়াল।

 

সর্বোপরি একজন ইউজারের সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস গুলি এই থিমে রাখা হয়েছে যাতে একজন ইউজার কখনোই না মনে করে যে এই থিমটি ব্যবহারের ফলে তার অনেক হ্যাঁসেল ফিল হচ্ছে । কাস্টমাইজেশন ভিডিও নিচে দেওয়া হল।  

আমি মো: তানজিম হোসেন । আমি একজন ওয়েব ডেভেলপার । যেকোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন । যোগাযোগ করার মাধ্যম আমার ওয়েবসাইটে দেওয়া মেইল এড্রেস এ আপনার মেইল পাঠাতে পারেন অথবা আমার ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।