Md. Tanzim Hossen
Web Programmer & Graphics Designer
লারাভেল রাউট কি ? কিভাবে লিখতে হয় ?

লারাভেল রাউট কি ? কিভাবে লিখতে হয় ? লারাভেল পি এইচ পির একটি মুক্ত/ওপেস সোর্স ওয়েব ফ্রেমওয়ার্ক । এটি দিয়ে মূলত ওয়েবসাইট তৈরী এবং ওয়েব বেজড বিভিন্ন সফটওয়্যার তৈরী করা হয় । লারাভেল একটি জনপ্রিয় ওয়েব ফ্রেমওয়ার্ক । আজকে আমরা আলোচনা করবো লারাভেল রাউট এবং এটি কিভাবে লিখতে হয় ? এবং এটির কাজ কি ? বিস্তারিত নিচে আলোচনা করা হলো :
লারাভেল রাউট কি ?
রাউট বলতে বুঝায় রাস্তা , লারাভেলে রাউট একটি গুরুত্বপূর্ন বিষয়। ধরুন আপনি আপনার বাসা থেকে বাজারে যাবেন আপনি অবশ্যই একটি রাস্তা দিয়েই বাজারে যাবেন, ঠিক তেমনই লারাভেল দিয়ে ওয়েবসাইট বা সফটওয়্যার তৈরীর সময় আমাদের বিভিন্ন ইউ আর এল সেট করতে হয় ঐ সব প্রত্যেক ইউ আর এলের জন্য আলাদা আলাদা রাউট তৈরী করতে হয় । আর এসব রাউট web.php (yourproject\routes\web.php) এই ফাইলে গিয়ে লিখতে হয় ।
কিভাবে লিখবেন রাউট ?
প্রত্যেক ফ্রেমওয়ার্কের নিজেস্ব একটি ফরমেট থাকে তাদের সেনটক্স লেখার জন্য , তেমনি লারাভেলেও রয়েছে একটি নিদিষ্ট সেনটেক্স , নিদিষ্ট এই সেনটেক্স দিয়েই বার বার বিভিন্ন রাউট লেখা হয় ।
Route::get('/greeting', function () { return 'Hello World';});