Md. Tanzim Hossen
Web Programmer & Graphics Designer
পিএইচপি foreach লুপ

পিএইচপি foreach লুপ
এই ব্লগে আলোচনা করবো কিভাবে foreach Loop ব্যবহার করা হয় । Foreach Loop বিভিন্ন জায়গায় ব্যবহার কারা হয় যেমন কোন এ্যারের ভ্যালুগুলো পর্যায়ক্রমে দেখানোর জন্য Foreach Loop ব্যবহার করা হয় ।
প্রথমে একটি ভ্যারিয়েবলে কিছু সংখ্যক ডাটা রাখতে হবে । তার পর সে ভ্যারিয়েবল দ্বারা foreach loop এর মাধ্যমে সে ভ্যারিয়েবলে রাখা সমস্ত ডাটাকে দেখানো যাবে ।
নিচে উদাহরন সহ আলোচনা করা হলো ।
Foreach Loop এর গঠন:
foreach ($array as $value) {
code to be executed;
}
উদহরন :
এখানে $colors একটি ভ্যারিয়েবল যার মধ্যে red, green, blue , yellow ইত্যাদি ডাটা রাখা রয়েছে ।
অতপর উক্ত ভ্যারিয়েবলকে Foreach Loop এর গঠন অনুসারে Foreach Loop এর মাঝে চালনা করা হলে তা সেই ভ্যারিয়েবলে রাখা ডাটাগুলিকে পুনরাবৃত্তি করে দেখাবে ।
এবং আউটপুট হিসাবে red, green, blue , yellow ইত্যাদি ডাটা দেখাবে ।
